অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
প্রবন্ধ : আমাদের লোকশিল্প- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
- ১০ আগস্ট ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪১। প্রতীকধর্মী পুতুল তৈরি করতে কী প্রয়োজন?
i) বিশেষ সৌন্দর্যবোধ
ii) বিচার বিবেচনা
iii) বিশেষ কাল্পনিক শক্তি ও কারিগরি দক্ষতা
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ) ii, iii
গ) i, iii
ঘ) i,ii ও iii
৪২। কোন লোকশিল্প এককালে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল?
ক) জামদানি
খ) ঢাকাইয়া মসলিন
গ) টেপা পুতুল
ঘ) নকশিকাঁথা
৪৩। মসলিনের মতো কাপড় বোনার জন্য কী দরকার হয়?
ক) কারিগরি দক্ষতা ও দীর্ঘসময়
খ) শিল্পীমন
গ) ব্যবহার্য সামগ্রী ও সময়
ঘ) উপযুক্ত পরিবেশ ও অর্থ
৪৪। আমরা যদি সবাই লোকশিল্পের কদর করি তাহলে-
i) দেশের বেকারত্ব কমবে
ii) দারিদ্র বিমোচন হবে
iii) ঐতিহ্য সংরক্ষিত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i, খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৪৫। লোকশিল্পের বিকাশে সরকারিভাবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক) সহজ শর্তে ঋণ প্রদান
খ) কুটির শিল্পের পণ্য ক্রয় বাধ্যতামূলক করা
গ) গণসচেতনতা সৃষ্টি
ঘ) কাঁচামাল সরবরাহ
উত্তর : ৪১. ক, ৪২. খ, ৪৩. ক, ৪৪, ঘ, ৪৫. ক।